ডেস্ক রিপোর্টার,১২ অক্টোবর।।
       শাসক দল বিজেপির এক বুথ সভাপতি বিরুদ্ধে মহিলাদের মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করার পরও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি। এই ঘটনার প্রতিবাদে রবিবার পূর্ব মহিলা থানায় ডেপুটেশন দেয় নির্যাতিত মহিলারা সহ এলাকার লোকজন। ঘটনা আগরতলা পুর নিগমের
৫ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত এই ওয়ার্ডের এক নম্বর বুথ সভাপতি শিবু সাহা।
        নির্যাতিতাদের অভিযোগ, ঘটনার সূত্রপাত দুর্গা পূজার চাঁদার ইস্যু কেন্দ্র করে। শহরের বিবেকানন্দ আবাসনে বসবাসকারী একটি দিনমজুর পরিবারের কাছে ৬০০ টাকা চাঁদা দাবি করেছিল বুথ সভাপতি শিবু সাহা। কিন্তু এই দরিদ্র পরিবার ছয়শ টাকা চাঁদা দিতে রাজি হয় নি। তারা চাঁদা বাবদ ২৫০ টাকা দিয়েছে। তাতেও রাগ কমে নি শিবু সাহার। আভিযোগ, এই ঘটনার জের ধরে শিবু সাহা বাড়ির কর্তাকে মারধর করে। তখন গৃহকর্তী ও তাদের মেয়ে গৃহ কর্তাকে বাঁচাতে গেলে শিবু মহিলাদেরও মারধর করে। এবং মহিলাদের শরীরের আপত্তি কর জায়গাতে স্পর্শ করে।
     মহিলা জানান, শিবু সাহা তার স্বামীর নিম্নাঙ্গে আঘাত করে।দুইদিন তিনি অসুস্থ ছিলেন। সব মিলিয়ে শিবু সাহার দস্যুপনায় আতঙ্কে ভুগছে দরিদ্র পরিবারটি।এই ঘটনার পর দিন মজুর পরিবার গত তিন অক্টোবর থানায় মামলা করে। কিন্তু আজ পর্যন্ত পুলিশ অভিযুক্ত বুথ সভাপতি শিবু সাহাকে গ্রেফতার করে নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *