চুরাইবাড়ি ডেস্ক,১২ অক্টোবর।।
চুরাইবাড়িতে বড় বাজেটের পূজো মানেই ফ্রেন্ডস ক্লাবের পূজো।চুরাইবাড়ি থানা সংলগ্ন অসম-আগরতলা জাতীয় সড়কের পাশে ফ্রেন্ডস ক্লাবের এই শ্যামা পুজা অনুষ্ঠিত হয়ে থাকে। রবিবার ঢাক-ঢোল পিটিয়ে খুঁটি পূজার মাধ্যমে প্যান্ডেল তৈরি শুরু করছে ক্লাবের সদস্যরা।উত্তর জেলার মধ্যে ধর্মনগর শহরকে টেক্কা দিয়ে বড়ো বাজেটর কালি পূজোয় আয়োজন করে থাকে ফ্রেন্ডস ক্লাব। এবছর পনেরো বছরে পা রাখলো ক্লাবের কালী পুজো।
আসন্ন দীপাবলিতে হবে শ্যামা মায়ের আরাধনা। তার জন্য ষাট ফুট উঁচু সম্পূর্ণ কাল্পনিক প্যান্ডেল তৈরি করছেন স্থানীয় শিল্পীরা। আকর্ষনীয় প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের তাক লাগাতে চাইছে পূজো উদ্যোক্তার। রয়েছে রাজ্য ও বহিঃরাজ্যের মনমাতানো মহিলা ঢাকি দলের পরিবেশনা। চারদিন ব্যাপী চলবে ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতামূলক ও প্রদর্শনী মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বোপরি থাকবে রাজ্যের খ্যাতনামা শিল্পী গোষ্ঠীর উপস্থাপনায় “অসুর বধে দেবী কালীকা” অনুষ্ঠান। রয়েছে সেল্ফি প্রতিযোগিতা। অর্থাৎ নিজ নিজ মোবাইলে ক্লাবের সেল্ফি পয়েন্টে ছবি তুলে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। এভাবে পূজোর চারদিন দর্শকদের নতুনত্ব উপহার দিতে মরিয়া ক্লাব কর্তৃপক্ষ।
