* ঢাকা থেকে সমীরণ রায়*
            ________________________

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তার জবাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘এটা ভারতের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’
     বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক কালের মন্তব্যকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলেও অভিহিত করেন। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবেই দেশের অভ্যন্তরীণ বিষয়। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তৌহিদ বলেন,
  ‘আমি ওই বক্তব্যকে ভারতের বিষয় বলে মনে করি না । এটি বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়।, আর এ ধরনের মন্তব্য একেবারেই অযৌক্তিক।’
         সম্প্রতি নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় কালে ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তৌহিদ একথা বলেন।
    ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও অংশগ্রহণমূলক হলে ভারত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।”
      বিক্রম মিশ্রি তাঁর বক্তব্যে যোগ করেছিলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বাংলাদেশের সাধারণ নির্বাচন ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি হবে? তার স্পষ্ট করে দিয়েছেন নয়াদিল্লির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *