ডেস্ক রিপোর্টার, ১৩ অক্টোবর।।
“আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস-২০২৫” উপলক্ষ্যে আগরতলা পশ্চিম জেলার উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত। এই র্যালিটি আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয় থেকে শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পুনরায় পশ্চিম জেলার কার্যালয়ে গিয়ে শেষ হয় ।মূলত সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই র্যালি অনুষ্ঠিত হয়। এদিনের এই সচেতনতা মূলক র্যালিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারা।
