তেলিয়ামুড়া ডেস্ক,১৫ অক্টোবর।।
তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিবাদ’কে কেন্দ্র করে বিজেপি নেতা ও স্থানীয় দেবদূত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সঞ্জিত সরকার সহ পাঁচটি পরিবারের সদস্যরা আক্রান্ত। এই ঘটনার প্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে নি এখনো।
আক্রান্তদের অভিযোগ অনুযায়ী, বল পূর্বক খাস জমি দখল নিতে আসে দেবদূত ক্লাবের একদল যুবক। যাদের নেতৃত্বে ছিলেন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় সরকার ও দেবদূত ক্লাবের সম্পাদক পবিত্র সরকার। তাঁরা সঞ্জিত সরকারের বাড়ি সহ আরও চারটি বাড়িতে হামলা চালায় । বাড়িঘরে করে ভাঙচুর। এই ঘটনার পরপরেই গামাইবাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই অঞ্চলটি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
আক্রান্ত পরিবারগুলোর সদস্যদের দাবি, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের আর্জি দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা ।
এই ঘটনায় সঞ্জিত সরকার মূলত ১১ জনের নামে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, গোবিন্দ রায়, লব রায়, কোশ রায়, বিশ্বজিৎ রায়, সুজিত সূত্রধর, দীপক সূত্রধর, সুকুমার রায়, পবিত্র সরকার, রাজকুমার চৌধুরী সহ আরো কয়েকজন। পুলিশ কি শেষ পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারবে? নাকি পুলিশ হাতে রাজনীতির বেরি পড়ে ঘোমটার নিচে খেমটা নাচন দেখবে? কথা বলবে সময়েই।
