ডেস্ক রিপোর্টার, ২১অক্টোবর।।
সারা দেশের সঙ্গে মঙ্গলবার রাজ্যেও পালিত হয় পুলিশ শহীদ দিবস। আগরতলার অরুন্ধতী নগর পুলিশ রিজার্ভের মনোরঞ্জন স্মৃতি স্টেডিয়ামে পুলিশ শহীদ দিবস পালিত হয়।উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী ডাঃ মানিক সাহা। এবং রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকর সহ পদস্থ অধিকারীরা।ছিলেন রাজ্যের শহীদ পুলিশ ও টি এস আর কর্মীদের পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ১৯৬১ সালের ২১ অক্টোবর থেকে সারা দেশে পুলিশ শহীদ দিবস পালন করা হয়। রাজ্যেও চলছে ধারাবাহিক ভাবে। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যের শহীদ হওয়া পুলিশ – টি এস আর কর্মীদের বীর গাঁথার কথা তুলে ধরেন।
এদিন মুখ্যমন্ত্রী কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী সাহসী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহীদ বেদীতে করেন মাল্যদান।তাঁদের আত্মত্যাগ ও অটল নিষ্ঠাই বীরত্বের প্রকৃত পরিচয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন রাজ্যে শহীদ হওয়া পুলিশ – টি এস আর কর্মীদের পরিবারের সদস্যরাও নানান বক্তব্য রাখেন।