ডেস্ক রিপোর্টার, ২১ অক্টোবর।।
শহর দক্ষিণের নাগেরজলার সামাজিক সংস্থা পদাতিক। প্রতি বছরের মতো এবারও তারা ব্রতী হয়েছে শ্যামা মায়ের আরাধনায়। এবছর ছিলো পদাতিকের কালী পুজোর অষ্টম বর্ষ পূর্তি। দীপাবলির রাতে পদাতিকের পুজো মন্ডপে বেশ ভিড় জমায় ভক্ত প্রাণ মানুষ। রাস্তায় দাঁড়িয়ে তারা উপভোগ করেন মায়ের পুজোর আরতি। ঢালাও হারে বিতরণ করা হয় প্রসাদ।
এলাকার যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংস্থা পদাতিকের কালী পুজো ছিলো বেশ জাক জমক। ১৯৯২ সালে সরস্বতী পুজো মধ্য দিয়ে আত্ম প্রকাশ ঘটেছিল পদাতিক সামাজিক সংস্থার। ২০১৮ সাল থেকে তারা শুরু করেছে কালী পুজো।জানিয়েছেন সংস্থার অন্যতম কর্মকর্তা পিনাক চক্রবর্তী।

দীপাবলিতে শুধু কালি পুজোর নয়।এছাড়াও তারা বছর ভর জড়িত থাকেন বিভিন্ন সামাজিক কাজকর্মে মধ্যে। রক্তদান থেকে বস্ত্র বিতরণ। স্বচ্ছতা অভিযান সহ এলাকার দুঃস্থ মানুষ জনের পাশে দাঁড়িয়ে পদাতিকের সদস্যরা করেন নানান সামাজিক কাজ। বলেছেন পিনাক চক্রবর্তী।