ডেস্ক রিপোর্টার, ২২ অক্টোবর।।
      শেষ পর্যন্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মনের খাস তালুকে মুখ্যমন্ত্রীর ডাঃ মানিক সাহার হামলা। প্রদ্যুৎ কিশোরের টাকারজলা থেকে ২০০ পরিবারের ৬৯০ ভোটার যোগ দেয় বিজেপিতে।তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। প্রদ্যুৎ কিশোর এডিসির টাকারজলা কেন্দ্রের এমডিসি। স্বাভাবিক ভাবে টাকারজলাতে তিপ্রামথার শিবিরে এই ঝড় সহ্য করতে পারছেন না তিপ্রাসাদের স্ব – ঘোষিত বুবাগ্রা।
        বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী ও প্রদেশ  সভাপতি রাজীব ভট্টাচার্য  বিজেপির যোগদান স্থলে পৌঁছার আগেই ঝামেলা শুরু করে মথার উগ্র সমর্থকরা। তারা বিভিন্ন জায়গাতে করে পথ অবরোধ। কয়েকটি গাড়িতে ছুঁড়ে ঢিল। সব মিলিয়ে তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।যদিও পুলিশ শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
        এদিন যোগদান সভা শেষ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিক বৈঠক করেন টাকারজলাতে। সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী বিকাশ দেববর্মা। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে নাম না করে শরিক দল তিপ্রামথা ও তার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকে মিষ্টি ভাষায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে বিজেপি নেতাদের নিয়মিত ভয় ভীতি দেখানো হচ্ছে।গায়ের জোড়ে চলছে রাজনীতি। এটাকে বরদাস্ত করা হবে না।
       মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে প্রতিদিন বিজেপিতে লোকজন যোগ দেওয়ার জন্য কথাবার্তা বলছেন। তার প্রমাণ এদিন ৬০০- র ভোটারের বিজেপিতে যোগদান।মুখ্যমন্ত্রী প্রদ্যুৎ কিশোরকে ইঙ্গিত করে বলেন, ব্রিটিশরা ভারতে ডিভাইডেশন রুলস চালু করেছিলো। আজও কেউ কেউ একই কাজ করছে। তবে তার জন্য খেসারত দিতে হবে।
    প্রাক্তন বৈরী নেতা রঞ্জিত দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বনধ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ” এই বনধ রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না। সরকার তা স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে।
              আগামী দিনে পাহাড় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি যে প্রদ্যুৎ কিশোরকে জব্দ করতে সর্ব শক্তি নিয়ে মাঠে নামবে তা এদিন ঠারেঠুরে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *