কৈলাসহর ডেস্ক,২৬ অক্টোবর।।
রাতের অন্ধকারে কৈলাসহরের মাহি কন্সট্রাকশন নামক একটি ঠিকাদারি সংস্থার নির্মাণস্থলে হামলা করে দুষ্কৃতীরা। আগুন দিয়ে পুড়িয়ে দেয় নির্মাণ সংস্থার নানান মেশিন সহ অন্যান্য জিনিস পত্র। এই ঘটনার পর সংস্থার কর্ণধার আব্দুল মান্নান থানায় মামলা দায়ের করেন। আব্দুল জানিয়েছেন, সুরজিৎ পাল ও একজন আইনজীবী সঞ্জীব দেবরায়ের নেতৃত্বের তার নির্মাণ স্থলে হামলা চালানো হয়েছিল।
আব্দুল মান্নানের বক্তব্য, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে হামলা চালিয়ে ছিলো। এর আগেই তার পুড়িয়ে দিয়েছিল তার নির্মাণ সংস্থার মেশিন।
ঠিকাদার আব্দুল মান্নানের এই বক্তব্য নস্যাৎ করে দিয়ে স্থানীয় যুবক সুরজিৎ পাল পাল্টা হুমকি দিয়েছে। তার বক্তব্য আইনজীবী সঞ্জীব দেবরায় ও সে নিজে কোনো ভাবেই অপরাধের সঙ্গে যুক্ত নয়।
সম্প্রতি ঠিকাদারি কাজ নিয়ে বারবার তপ্ত হয়ে উঠছে কৈলাসহর। যেকোন সময় ঝরতে পারে তাজা রক্ত। পুলিশ পুরোপুরি ভাবে অসহায়।আতঙ্কিত স্থানীয় মানুষ।

