তেলিয়ামুড়া ডেস্ক, ২৬ অক্টোবর।।
তেলিয়ামুড়া থানাধীন তৃষাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক ব্যক্তি। নাম বিক্রম সিংহ (৩৮)। ঘটনা রবিবার দুপুর নাগাদ। আহত যুবকের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
রাস্তার পাশে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তার সারাইয়ের কাজে যুক্ত ছিলেন বিক্রম।তখন অসাবধানবশত বিদ্যুৎ প্রবাহিত তারের সঙ্গে বিক্রমের হাত স্পর্শ হয়। মুহূর্তেই তড়িৎ তার গোটা শরীর গ্রাস করে। এবং মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যায় তেলিয়ামুড়া হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বিক্রমের শারীরিক অবস্থা আশঙ্কা জনক।

