আগরতলা,২৭ অক্টোবর ।।
রাজ্যের প্রথম সারির টিভি চ্যানেল “হেড লাইনস ত্রিপুরা”র সম্পাদক প্রণব সরকারের বিরুদ্ধে আত্মসমর্পণ জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মার মামলা দায়ের করার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের সর্ব বৃহৎ সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট'(এওজে) । সংগঠনের সাধারন সম্পাদক শানিত দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মার মামলা দায়ের করার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেই মনে করছে এওজে নেতৃত্ব। রঞ্জিত দেববর্মার বাংলাদেশি বার্থ সার্টিফিকেট ও ভোটের সচিত্র পরিচয় পত্র নিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে খবর সম্প্রচারিত হয়েছে। কিন্তু, রঞ্জিত শুধু মাত্র প্রণব সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রঞ্জিত দেববর্মার এই ভূমিকা যথেষ্ট সন্দেহ জনক বলে মনে করছে এওজে। রাজ্য পুলিশ কিভাবে একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে? তা নিয়েও প্রশ্ন তুলছে এওজে নেতৃত্ব। সংগঠনের সাধারণ সম্পাদক শানিত দেবরায় সহ সমস্ত সদস্যরা এই ইস্যুতে প্রণব সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং প্রয়োজনে এওজে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যেতেও প্রস্তুত। এওজে’ র পক্ষ থেকে সদস্য অভিজিত ঘোষ এক প্রেস বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

