স্পোর্টস ডেস্ক, ২৯ অক্টোবর।।
পরাজয় যেনও পিছু ছাড়ছে না ত্রিপুরার। দাদাদের পাশাপাশি ছোট বোনেরাও লুটিয়ে পড়ছেন ২২ গজে। হিমাচল প্রদেশের পর কর্নাটকের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করলো ত্রিপুরা। অনূর্ধ্ব ১৯ বালিকাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১০ উইকেটে। ত্রিপুরার গড়া মাত্র ৬০ রানের জবাবে কর্ণাটক ৩৯ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কর্নাটকের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাথা তুলে দাঁড়াতে পারেননি ত্রিপুরার বালিকা ক্রিকেটাররা। দল গুটিয়ে যায় মাত্র ৬০ রানে। ত্রিপুরার পক্ষে অস্মিতা দেবনাথ চৌদ্দ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১০, এঞ্জেল পাল ২৯ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ এবং অন্ত রানী নোয়াতিয়া ১৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান উইকেটে মাথা তুলে দাঁড়াতে পারেননি। কর্নাটকের পক্ষে দীক্ষা জে ১৩ রানে ৫ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে কর্ণাটক ৬.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রচিতা হত্বর ২১ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৯ রানে এবং লিয়াংকা শেট্টি ১৮ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যায়।
২৯ অক্টোবর গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে। ফলে পরাজয়ের হ্যাটট্রিক অনেকটাই নিশ্চিত রাজ্যদলের।

