” যারা জাতি-জনজাতিদের মধ্যে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের মিলেমিশে “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গড়ার বার্তাকে আরো সুদৃঢ় করতে হবে।”

ডেস্ক রিপোর্টার, ২৮ অক্টোবর।।
                     পাহাড় নির্বাচনকে সামনে রেখে তিপ্রামথার সর্বাধিনায়ক প্রদ্যুৎ কিশোরকে নীরবে
একের পর এক গোল দিচ্ছেন  মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মঙ্গলবার সিমনা মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় প্রচুর সংখ্যক ভোটার যোগ দিয়েছে বিজেপিতে।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব। তিপ্রামথা ও সিপিআইএম থেকে ভোটাররা যোগ দিয়েছেন বিজেপিতে। আর তাতেই মাথা ঘুরতে শুরু করেছে প্রদ্যুৎ কিশোরের।
              
এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা স্পস্ট ভাবেই বলেন, ” যারা জাতি-জনজাতিদের মধ্যে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের মিলেমিশে “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গড়ার বার্তাকে আরো সুদৃঢ় করতে হবে।”
          মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, জনজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে কাজ করছে।জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ দিচ্ছে সরকার। জনজাতি এলাকার মানুষের চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে সরকার কাজ করছে। তারপরও এক শ্রেণীর লোকজন জনজাতিদের বিভ্রান্ত করতে আবোল তাবোল বলতে শুরু করেছে। তবে জনজাতিরা এই সকল লোকজনের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছে। তাই বিজেপির প্রতি আরো বেশী আস্থা বাড়ছে জনজাতি সম্প্রদায়ের লোকজনের।
            টাকারজলার পর সিমনা, পর পর তিপ্রামথার দুই দুর্গে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপির “ভোটার সংগ্রহ” অভিযানে চাপ বাড়ছে তিপ্রামথার শিবিরে। আগামী দিনে বিজেপি প্রদ্যুৎ কিশোরকে আরো চমক দেবে বলে দাবী বিজেপি নেতৃত্বের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *