ডেস্ক রিপোর্টার,৩১ অক্টোবর।।
রাজধানী থেকে ফের উদ্ধার অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের অ্যাডভাইজার চৌমনী এলাকায়। খবর অকুস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেয় জিবি হাসপাতাল মর্গে। এই সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহ সনাক্ত করতে পারে নি পুলিশ। তবে কিভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে? তাও স্পষ্ট নয় পুলিশের কাছে। জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক।
ইদানিং রাজধানী থেকে পর পর বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অধিকাংশ মৃত্যু হয়েছে নেশার করাল গ্রাসে। প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের কাছে হাসপাতাল থেকে পাঠানো ময়না তদন্তের রিপোর্টেও উঠে এসেছিল একই তথ্য।

