ডেস্ক রিপোর্টার,৩১ অক্টোবর।।
দেশের প্রয়াত প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হয় শুক্রবার। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে প্রদেশ নেতৃত্ব দলীয় পতাকা উত্তোলন করে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ৪১ তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া রক্তদান সহ নানান কর্মসূচি গ্রহণ করেন। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বীরজিত সিনহা, গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আজকের দিনে দলীয় কর্মসূচির কথা তুলে ধরেন।
প্রসঙ্গত, এমন দিনে নিজের দেহরক্ষীর গুলিতে মৃত্যু হয়েছিল দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দেশের জন্য ইন্দিরা গান্ধীর অবদান আজও ভুলার নয়। দেশীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধীর পর এমন দাপুটে নেত্রী আজও উঠে আসেন নি।

