ডেস্ক রিপোর্টার,৩ নভেম্বর।।
জিরানিয়া রেল স্টেশনের মাদক কাণ্ডে বড় সাফল্য রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। রেলের ওয়াগনারের নেশা জাতীয় কফ সিরাপ মজুত কাণ্ডে ক্রাইম ব্রাঞ্চ দেশের রাজধানী দিল্লি থেকে গ্রেফতার করেছে হিমাংশু ঝা নামে এক কারবারীকে। সোমবার তাকে নিয়ে আসা হয়েছে আগরতলায়। এর আগে কলকাতাতে গ্রেফতার করা হয়েছে ঘোষ লজিস্টিকের মালিক অরুন ঘোষকে। তাকে মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসা হবে। আগরতলা থেকেও গ্রেফতার করা হয়েছে রাজীব সেনগুপ্ত নামে একজনকে।তাদের তিন জনের জিরানিয়া মাদক কাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর রুহুল আলম।

ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী পুলিশের দাবী, জিরানিয়া মাদক কাণ্ডে আরো কয়েক জন রয়েছে পুলিশের আতাস কাচের নিচে।তাদের গতিবিধির উপর নজর রাখছে ক্রাইম ব্রাঞ্চ। যে কোনো সময়ে এই চাইদেরও তোলা হবে জালে।

