ডেস্ক রিপোর্টার,৩ নভেম্বর।।
ফের স্বাস্থ্য দপ্তরে চাকরির পরীক্ষায় দুর্নীতি নিয়ে সরব প্রদেশ যুব কংগ্রেস। সোমবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমলের বক্তব্য, স্বাস্থ্য দপ্তরে চাকরি সংক্রান্ত পরীক্ষায় দুর্নীতি হচ্ছে। এর আগেও যুব কংগ্রেসের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তরে দেওয়া হয়েছিল ডেপুটেশন। সম্প্রতি চাকরির পরীক্ষা দেওয়া প্রার্থীরা দুর্নীতি নিয়ে সরব হয়েছিল। স্বাস্থ্য দপ্তরের চাকরি সংক্রান্ত পরীক্ষা নিয়ম নীতি মেনে করা হয় তারই জোরালো দাবী জানিয়েছে যুব কংগ্রেস।
সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রশ্ন পত্র ফাঁস থেকে শুরু করে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া। বিরোধীরা বার বার এই সংক্রান্ত অভিযোগ তুলেছে। তবে সরকারের দাবী, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে চাকরির ইন্টারভির পরীক্ষা নেওয়া হচ্ছে।

