ডেস্ক রিপোর্টার ,৩ নভেম্বর।।
     রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজ্যের প্রধান রেফারেল জিবিপিতে চালু হলো ইন্টার ডিপার্টমেন্টাল কল ম্যানেজমেন্ট সিস্টেম বা আইডিসিএমএস । সোমবার ভার্চুয়াল মাধ্যমে আইডিসিএমএস – র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী ডাঃ মানিক সাহা।একই সঙ্গে তিনি একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
   মুখ্যমন্ত্রী বলেন,এজিএমসি ও জিবিপি হাসপাতালের উন্নততর স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার কারণেই উল্লেখযোগ্যভাবে কমেছে বহিঃ রাজ্যে রেফারের সংখ্যা।হাসপাতালে আরও চারটি সুপার-স্পেশালিটি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার।হাসপাতালের চিকিৎসকগণ জটিল পরিষেবা প্রদানের ক্ষেত্রেও এখন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন। সর্বপরি ইন্টার ডিপার্টমেন্টাল কল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যথেষ্ট প্রত্যয়ী বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী।
         এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা মেডিক্যাল কলেজে আরো ৫০টির মতো আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আরো সুদৃঢ় করে সাহায্য করবে। একই ভাবে মুখ্যমন্ত্রী রাজ্যের টেলি মেডিসিন নিয়েও উচ্ছ্বাস ব্যক্ত করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *