ডেস্ক রিপোর্টার, ৫ নভেম্বর।।
কৈলাসহরে ভেঙে পড়েছে পুলিশী নিরাপত্তা। বাড়ছে অপরাধ। রাতের কৈলাসহর হয়ে উঠেছে অপরাধীদের স্বর্গ রাজ্য। প্রায় প্রতি রাতেই অপরাধীরা সংঘাটিত করছে অপরাধ। কিন্তু অসহায় পুলিশ।
মঙ্গলবার রাতের আধারে কৈলাসহর পুরপরিষদের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় বাসিন্দা মৃন্ময় মল্লিকের গাড়িতে আগুন দেয় দুষ্কৃতীরা। বুধবার ছিলো তাঁর বাড়িতে সামাজিক অনুষ্ঠান। অন্যান্য দিনের মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন মৃন্ময় মল্লিক ও তার পরিবারের সদস্যরা। হঠাৎ গভীর রাতে স্থানীয় লোকজন মৃন্ময় মল্লিককে ডাকাডাকি শুরু করে। তিনি ঘুম থেকে উঠে দেখেন আগুনের গ্রাসে তাঁর প্রিয় গাড়িটি। স্থানীয় লোকজনের সহযোগে তিনি গাড়ির আগুন নিয়ন্ত্রনে আনেন। মৃন্ময় মল্লিক জানান, কে বা কারা আগুন লাগিয়েছে, বা আগুন লাগানোর উদ্দেশ্যই বা কি? তিনি কিছুই জানেন না।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল কৈলাসহর থানার পুলিশ। মৃন্ময় মল্লিক এই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করছে পুলিশ। তবে তদন্তের ফলাফল যে শেষ পর্যন্ত অশ্ব ডিম্ব হবে এটা বিলক্ষণ বুঝতে পারছে কৈলাসহরের মানুষ।

