ডেস্ক রিপোর্টার ,৭ নভেম্বর।।
ফের দুর্ঘটনার কবলে কাঠালতলী মনফোর্ট স্কুলের বাস। তাতে বেশ কয়েকজন ছাত্র – ছাত্রী আহত হয়েছে। এবং একজন পথচারী মহিলাও গুরুতর জখম হয়েছেন। ঘটনা শুক্রবার সকালে বাইপাস সড়কে। আহতদের ছাত্র – ছাত্রী সহ পথচারী মহিলার চিকিৎসা চলছে টিএমসি ও জিবি হাসপাতালে।
এই ঘটনার খবর পেয়ে সকালে টিএমসিতে ছুটে যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তি দেববর্মা সহ তিনজনের একটি টিম। তারা স্কুল ছাত্র – ছাত্রীদের চিকিৎসার খোঁজ খবর করেন
স্কুল বাস দুর্ঘটনার খবর পেয়ে হাপানিয়া টিএমসি ছুটে যায় আখিল ভারতী বিদ্যাথী পরিষদের কর্মীরা।তাদের বাদী, অতিরিক্ত গতির কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শী এক যুবক জানিয়েছেন বাসটি বীভৎস ভাবে দুর্ঘটনার কবলে পড়ে। তিনি সহ আশপাশের লোকজন বাসে থাকা স্কুল ছাত্র, ছাত্রী সহ আহত মহিলাকে টিএমসি থেকে জিবি হাসপাতালে নিয়ে আসেন ।
প্রায়শই স্কুল বাসগুলো দুর্ঘটনায় পতিত হয়। তার জন্য দায়ী চালক ও স্কুল পরিচালনা কমিটি। তাদের উদাসীনতার জন্যই চালকরা নির্দিষ্ট গতির চেয়ে অধিক গতিতে বাস চালিয়ে থাকে। এর ফলে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি।

