ডেস্ক রিপোর্টার, ৮ নভেম্বর।।
কমলপুর- আমবাসা সড়কের গারদটিলা কালীবাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনা শুক্রবার গভীর রাতে।চোরের দল কালি মূর্তিতে থাকা সোনার তুলসিপাতা, চাদ সহ মায়ের পায়ের খারো নিয়ে যায়। সঙ্গে মন্দিরের থাকা কিছু টাকা।
শনিবার সকালে মন্দিরের পূজারী এসে দেখেন মন্দিরের তালা ভাঙা। তখন তিনি এলাকাবাসীকে খবর দেন। সাথে পুলিশকেও খবর দেন। ছুটে আসে পুলিশ। তদন্তে নেমে পুলিশ দেখতে পায় মন্দিরের পাশে চলতে থাকা নির্মাণ কাজের স্থল থেকে রড এনে মন্দিরের তালা তালা ভেঙে ফেলে দুষ্কৃতীরা। এরপর সব মূল্যবান জিনিস হাতিয়ে নেয়।
কমলপুর রামঠাকুর সেবামন্দিরেও চুরির ঘটনা ঘটে। কিন্তু পুলিশের সাফল্য অশ্ব ডিম্ব। কালী মন্দিরের চুরির ঘটনায় পুলিশের সাফল্য নিয়েও ধোঁয়াশা তৈরী হয়েছে জনমনে।

