ডেস্ক রিপোর্টার, ১৫ নভেম্বর।।
ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনের বীর শহীদ বীরসা মুন্ডার ১৫০ তম জন্ম দিন উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয়েছে জন জাতি গৌরব দিবস। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনও শনিবার পালন করে জনজাতি গৌরব দিবস। রাজ্যের মূল অনুষ্ঠান হয় আগরতলার উমাকান্ত মাঠে। উমাকান্ত মাঠ থেকে বের হয় মিছিল।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি ফের উমাকান্ত মাঠে এসে মিলিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জনজাতিদের জন্য নানান প্রকল্পের ঘোষণা দেন।এছাড়া এডিসির সদর দপ্তর খুমুলুঙ – এও জনজাতি গৌরব দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

