ফের দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হবেন ১০৩২৩- র    চাকরিচ্যুত শিক্ষকরা। দায়ের করবেন মামলা। সোমবার আগরতলায় সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ।

ডেস্ক রিপোর্টার, ১৭ নভেম্বর।।
      ফের দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হবেন ১০৩২৩- র    চাকরিচ্যুত শিক্ষকরা। দায়ের করবেন মামলা। সোমবার আগরতলায় সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ।
           সাংবাদিক বৈঠকে উপস্থিত চাকরিচ্যুত শিক্ষকদের দাবি, পুরো ঘটনার জন্য দায়ী শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ১০৩২৩- র    শিক্ষকদের সঙ্গে যে অন্যায় হয়েছে তা স্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অন্যান্য মন্ত্রী – বিধায়করাও বলেছেন বিভিন্ন সময়ে। তারপরও দপ্তরের আধিকারিকরা কৌশলে শিক্ষকদের বলি দিয়েছেন।চাকরিচ্যুত শিক্ষকদের বক্তব্য, শিক্ষা দপ্তর কিভাবে জালিয়াতির আশ্রয় নিয়ে ১০৩২৩ জন শিক্ষকের চাকরি খেয়েছে, তার সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। আদালতের কাছে তুলে ধরা হবে এই সংক্রান্ত তথ্য।
 আক্ষেপ করে চাকরিচ্যুত শিক্ষকরা বলেন, এখন পর্যন্ত তাদের ২৪১ জন সহ যোদ্ধার মৃত্যু হয়েছে। শিক্ষা দপ্তরের এই খামখেয়ালীপনায় অন্যান্য শিক্ষকরা ভেঙে পড়েছেন মানসিক ভাবে। তাদেরকে আদালতের উপর আস্থা রাখার বার্তা দিয়েছেন তারা। ১০৩২৩ ইস্যুতে সুপ্রিম কোর্টে ও হাইকোর্ট মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৮টি রিট পিটিশন হয়েছে। তবে কোনোটিতেই শিক্ষকরা সাফল্য পান নি।এবার তাদের আশা শিক্ষা দপ্তরের আধিকারিকরা কিভাবে শিক্ষক ও সরকারের সঙ্গে জালিয়াতি করেছে তার সমস্ত তথ্য প্রমাণ সুপ্রিমকোর্টে তুলে ধরলে আদালত তাদের একটা বিহিত করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *