ডেস্ক রিপোর্টার,১৯ নভেম্বর।।
ভয়ংকর অবস্থা খোয়াইয়ে। পাগলা কুকুরের আতঙ্কে দিশেহারা স্থানীয় লোকজন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত খোয়াইয়ের পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন এক স্কুল ছাত্রী সাহ মোট সাত জন। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা খোয়াই শহর ও আশপাশ এলাকায়।কুকুরের কামড়ে আহত লোকজনকে ভর্তি করানো হয়েছে খোয়াই হাসপাতালে।জানিয়েছেন আহতদের পরিজনরা।
খোয়াই জুড়ে সাধারণ পথ চলতি মানুষকে পাগলা কুকুরের কামড় দেওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর গোটা বিষয়ের উপর নজর রাখছে মহকুমা প্রশাসন ও খোয়াই পুর সভা। শেষ পর্যন্ত প্রশাসন এই পাগলা কুকুরকে পিঞ্জুরার মধ্যে ঢুকাতে পেরেছে কিনা, তা খবর লেখা পর্যন্ত জানা যায় নি।
সম্প্রতি রাস্তার কুকুর সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিল পশু প্রেমীরা। এই মামলায় বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছিল দেশের সর্বোচ্চ আদালত। রাস্তায় থাকা বেওয়ারিশ কুকুররা যে কতটা ভয়ানক হতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত খোয়াই।

