ডেস্ক রিপোর্টার,২২ নভেম্বর।।
এডিসির সদর দপ্তর খুমুলুঙ – এ তপ্ত রাজনৈতিক পরিবেশ। বিজেপি – তিপ্রামথা দুই শরিক একে অপরের সঙ্গে চিরশত্রুর ভূমিকা পালন করছে। দুই শরিকের সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে উভয় দলের নিচু তলার কর্মীদের মধ্যে ধরছে সম্পর্কের চিড়। তিপ্রামথার অভিযোগ, বিজেপির কর্মীরা ধারাবাহিক ভাবে হামলা করছে তাদের নেতা – কর্মীদের উপর। এই বক্তব্য অবশ্যই মথার নিচু তলার কর্মীদের।
প্রদ্যুৎ এবং তাঁর দলের প্রথম সারির নেতারা সরাসরি বিজেপির নাম মুখে নেন নি। শুক্রবার খুমুলুঙ- এ গিয়েছিলেন মথার নেতা তথা রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মণ দেববর্মা। বিজেপির হামলার শিকার হওয়া মথার নেতা – কর্মীদের বাড়িতে যান তিনি। অনিমেষ সরাসরি বিজেপির দিকে আঙুল না তুললেও তিনি বলেন, প্রতিটি ঘটনার পর শুধু আমাদের দোষারোপ করা হচ্ছে কেন? পুলিশের সামনে চলছে ধংসের লীলা। কিন্তু পুলিশ কিছুই করছে না। অনিমেষ বলেন, স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ। প্রয়োজনে আমাদের হাতে স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্ব তুলে দেওয়া হোক। তখন দেখবেন কিভাবে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিজেপির শরিক দল তিপ্রামথার মন্ত্রী অনিমেষ দেববর্মার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

