” বিরোধীরা যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলে, তখন সরকার পক্ষ থেকে বলা হয়, রাজ্যের সরকারী হাসপাতাল গুলিতে বিশ্ব মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর বিজেপির নেতারা অসুস্থ হলেই নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে?. তাহলে কোথায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি?”
ডেস্ক রিপোর্টার, ২৩ নভেম্বর ।।
ফের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ” বিরোধীরা যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলে, তখন সরকার পক্ষ থেকে বলা হয়, রাজ্যের সরকারী হাসপাতাল গুলিতে বিশ্ব মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর বিজেপির নেতারা অসুস্থ হলেই নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে?. তাহলে কোথায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি? সুদীপের কথায়, এই প্রশ্ন শুধু বিরোধীদের নয়, খোদ সরকারের শরিক দল তিপ্রামথাও একই প্রশ্ন তুলেছিল।
অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে সুদীপ রায় বর্মন সরব হয়েছেন রাজ্যের আইন – শৃঙ্খলা নিয়ে। সুদীপ বলেন, বিরোধীরা যখন রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির ইস্যুতে মুখ খুলেন, তখন সরকার প্রধান বলেন, বিরোধীদের চোখে ছানি পড়েছে। অথচ সেই আইনশৃঙ্খলা অবনতির ভাণ্ড ফাটিয়ে দিয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তাহলে এটা প্রামন, বিরোধীদের তোলা অভিযোগ সত্যি।
পাহাড়ের রাজনৈতিক পরিবেশ বিশ্লেষণ করতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, অতীতে রাজ্যের পাহাড়ি অঞ্চলে কোনো রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতো না। বাম জামানায় এই সংস্কৃতি ছিলো শহর – সমতলে। কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পাহাড়েও রাজনৈতিক সন্ত্রাসের সংস্কৃতি কায়েম হয়েছে। তার জন্য সম্পূর্ণ দায়ী ভারতীয় জনতা পার্টি।
এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগাগোড়া আক্রমণ করেছেন শাসক দল বিজেপিকে। একইভাবে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বাধীন সরকারকে। সুদীপের বক্তব্য রাজ্যের আইন শৃঙ্খলা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন সরকার পক্ষের লোকজনই। অবশ্যই উত্তরও দেবেন তারাই। বিরোধীরা শুধু সমস্ত ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন সাধারণ মানুষকে।

