“সন্ত্রাস দীর্ণ অঞ্চল পরিদর্শন করে প্রদ্যুৎ সাংবাদিকদের বলেন, গুন্ডাদের কোনো রাজনৈতিক রং হয় না। তারা নিজেদের স্বার্থে কখনও সিপিআইএম, কখনও বিজেপি, কখনও মথার ঝান্ডা হাতে নিয়ে ঘুরে বেড়ায়।তাদেরকে কোনো ভাবেই রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত নয়।”
ডেস্ক রিপোর্টার ,২৩ নভেম্বর।।
রাজনৈতিক সন্ত্রাসের বিধস্ত খুমুলুঙ, টাকারজলা, জম্পুই জলা সফর করলেন তিপ্রামথা ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেববর্মন।রবিবার তিনি দলের নেতা – কর্মীদের নিয়ে সন্ত্রাস দীর্ণ অঞ্চল গুলি পরিদর্শন করেছেন। তিপ্রামথার যে সমস্ত অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেইগুলি পুনরায় নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। এবং অফিস নির্মাণের সমস্ত খরচ বহন করবেন প্রদ্যুৎ নিজেই।বলেছেন উপস্থিত দলের নেতা – কর্মীদের।
সন্ত্রাস দীর্ণ অঞ্চল পরিদর্শন করে প্রদ্যুৎ সাংবাদিকদের বলেন, গুন্ডাদের কোনো রাজনৈতিক রং হয় না। তারা নিজেদের স্বার্থে কখনও সিপিআইএম, কখনও বিজেপি, কখনও মথার ঝান্ডা হাতে নিয়ে ঘুরে বেড়ায়।তাদেরকে কোনো ভাবেই রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত নয়।
প্রদ্যুৎ কিশোরের বক্তব্য, রাজ্যের মানুষ হিংসা চায় না। আর হিংসা করে ক্ষমতা দখল করা যায় না। এটা পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা। হিংসা করলে ক্ষতি নিশ্চিত। কেউ যদি ভাবে হিংসা করে ক্ষমতা দখল করবে, তাহলে এটা হবে বড় ভুল।
এদিন প্রদ্যুৎ কিশোরও সন্ত্রাস ইস্যুতে প্রধান শরিক বিজেপির নাম মুখে আনেন নি। তিনি স্মার্ট ভাবেই এড়িয়ে জান, বিজেপির নাম। অর্থাৎ জোট ধর্ম রক্ষা তাগিদে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পথেই হেঁটেছেন প্রদ্যুৎ কিশোর।

