“সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, তিপ্রামথার নেতা প্রদ্যুৎ কিশোরের সঙ্গে তাঁর কথা হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে। প্রদ্যুৎ কথা দিয়েছেন তাঁর কর্মীদের তিনি রাখবেন রেস্টিকশনে মধ্যেই।”


ডেস্ক রিপোর্টার,২৩ নভেম্বর।।
          জম্পুইজলা বিজেপি – তিপ্রামথার কর্মীদের সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন ভাজপার কর্মী সুমন দেববর্মা। রবিবার আহত দলীয় কর্মীর চিকিৎসার খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে ছুটে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি সুমন দেববর্মার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী বলেন, সুমন দেববর্মার চোখে গুলতির ছোঁড়া মার্বেলের আঘাত লেগেছে। একটু সময় লাগবে, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তাঁর চিকিৎসার সমস্ত ব্যবস্থা রাখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
   সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, তিপ্রামথার নেতা প্রদ্যুৎ কিশোরের সঙ্গে তাঁর কথা হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে। প্রদ্যুৎ কথা দিয়েছেন তাঁর কর্মীদের তিনি রাখবেন রেসটিকশনের মধ্যেই।
         সম্প্রতি পাহাড়ের দুই শরিক দলের নীচু তলার কর্মীদের সংঘর্ষের ঘটনা নিয়ে সম্পর্কের টানাপোড়েন চললেও, উভয় শিবিরের প্রথম সারির নেতারা যথেষ্ট সংযত। আপাতত তারা কেউ কাউকে প্রকাশ্যে আক্রমণ করছেন না। গোটা বিষয় মিটমাট করার জন্য বন্ধ ঘরে নিজেদের মধ্যে চলছে আলোচনা। তারা চাইছেন না বিরোধীদের কোনো সুযোগ করে দিতে। তবে বিজেপি – মথা নিজেদের নিচু তলার কর্মীদের কতটা সংযত করে রাখতে পারবে, তা বলবে সময়েই।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *