ডেস্ক রিপোর্টার,২৬ অক্টোবর।।
স্ত্রীকে নির্যাতনের দায়ে গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের ভাই বিধান ভৌমিক। তার স্ত্রীর অভিযোগ মূলে পুলিশ গ্রেফতার করেছেন প্রতিমা ভৌমিকের ভাই বিধান ভৌমিককে। রবিবার রাতেই তাকে গ্রেফতার করে পূর্ব আগরতলার মহিলা থানার পুলিশ।সোমবার ধৃত বিধান ভৌমিককে পুলিশ আদালতে সোপর্দ করে। আদালত তাকে তিনদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে।জানিয়েছেন পূর্ব আগরতলার মহিলার থানার পুলিশ ।
বিধান ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ, সে গত কয়েক বছর আগে বাংলাদেশে চলে গিয়েছিল। সেখানে গিয়ে মুসলিম ধর্ম গ্রহন করে। এবং বাংলাদেশে বিয়ে করে এক মুসলিম মেয়েকে। সংসার পাতে ওপারে। এরপর স্ত্রীকে নিয়ে এপারে চলে আসে। বিধান তাঁর স্ত্রীকে নানান ভাবে অত্যাচার করতে থাকে। বাধ্য হয়েই তার স্ত্রী থানায় দায়ের করে মামলা। এই মামলার প্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বাস্তব অর্থে বিধান প্রতিমা ভৌমিকের খুড়তুতো ভাই।

