আগরতলা, ২৬ নভেম্বর।।
সফল কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষের মিছিল সমাবেশ দেখে ঘাবড়ে গিয়েছে, মোদী সমর্থিত বিজেপি দল।আজ সংযুক্ত কিষান মোর্চার ডাকে সারা রাজ্যব্যাপী মিছিল ও সমাবেশের কর্মসূচি ছিল। ধর্মনগরে সংযুক্ত কিষান মোর্চার মিছিলের ওপর প্রানঘাতি হামলা চালালো বিজেপি দলের আশ্রিত দুর্বৃত্তরা।এতে সারা রাজ্যের মিছিল আটকানো যায় নি।আজ আগরতলায় সংযুক্ত কিষান মোর্চার সুবিশাল মিছিল যখন ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে শেষ হবার পর যে সভা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সংযুক্ত কিষান সভার আহ্বায়ক পবিত্র কর বলেন,এই আক্রমন করে সংযুক্ত কিষান মোর্চাকে থামানো যাবে না, এটা স্পষ্ট এরা কৃষক ও শ্রমজীবী মানুষের বিরোধী ওরা ভয় পেয়েছে। বিজেপি সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়ে আহত হয়েছেন সিআইটিইউর রাজ্য কমিটির সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ও সারা ভারত কৃষক সভার কার্যকরী কমিটির সদস্য রতন রায়।রতন রায়ের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে আগরতলায় আনা হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করে পবিত্র কর বলেন, পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের গ্ৰেফতারের দাবি জানিয়ে তিনি বলেন,আজকের এই ঐতিহাসিক দিনে এই আক্রমন সমস্ত কৃষক ও শ্রমজীবী মানুষের ওপর আক্রমন। তিনি বলেন এভাবেই কৃষক ও শ্রমিকদের মুখ বন্ধ করে দিতে চাইছে মোদী সরকার। তিনি বলেন মোদী সরকার দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে যে কালা আইন প্রত্যাহার করে ছিলেন তখন লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করবেন, এবং ন্যুনতম সহায়ক মূল্য হিসেবে C2+50%ফরমুলা মেনে ন্যুনতম সহায়ক মূল্যের আইন পাস করবেন। কথার খেলাপ করে মোদী সরকার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন তেত্রিশটি শ্রম আইনকে পরিবর্তন করে চারটি শ্রমকোড এনে সমস্ত শ্রমিকদের অধিকার কেড়ে নিয়েছেন।৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে এক সার্কুলার করে।তিনি বলেন বিদ্যুৎ বিল ২০২০ বাতিল সহ,রেগায় সাতশটাকা মজুরি ২০০ দিনের কাজ সহ সমস্ত কিছু নিয়ে সারা ভারত থেকে সংযুক্ত কিষান মোর্চা মাননীয় রাষ্ট্রপতির কাছে এক স্মারকলিপি পাঠানো হবে। ত্রিপুরা থেকেও এই জন্য একটি স্মারকলিপি পশ্চিম জেলার জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়েছে।
রাজ্য সি আই টি ইউর সম্পাদক শঙ্কর দত্ত বলেন ২১ নভেম্বর থেকে যে শ্রমকোড চালু করে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে শ্রমিকদের সর্বনাশ ডেকে আনা হয়েছে। তিনি বলেন,১২ কাজ খরানো হবে মজুরি বাড়ানো হবে না। কর্পোরেটদের হাতের পুতুল করে ব্রিটিশ শাসনের থেকেও ভয়ঙ্কর আক্রমন নামিয়ে আনা হয়েছে শ্রমিকদের ওপর।এই শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে তিনি সকলকে একত্রিত হয়ে আন্দোলনে সামিল হতে আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন রাস বিহারি ঘোষ,ভানু লোধ, রঘুনাথ সরকার, শ্যামল দে ও মানিক পাল। সভপতি মন্ডলীর পক্ষে রাজ্য কৃষক সভার সভাপতি অঘোর দেববর্মা বলেন, মোদী সরকার কৃষকদের বিরুদ্ধে যেন জেহাদ ঘোষণা করেছে। শ্রমকোডের মাধ্যমে শ্রমজীবী মানুষের ওপর তীব্র আক্রমণ নামিয়ে এনেছে। তিনি সংযুক্ত কিষান মোর্চা এই সমস্ত নিষ্পেষণের জবাব দেবে। তিনি সাধারণ মানুষকেও এই সংগ্ৰামে সামিল হতে আহ্বান জানান।এর আগে সংযুক্ত কিষান মোর্চার একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে পরে সভায় মিলিত হয়। এক প্রেস বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরা শাখার আহ্বায়ক পবিত্র কর।

