ডেস্ক রিপোর্টার , ২৬ নভেম্বর।।
বুধবার সন্ধ্যা রাতে উদয়পুর হোলাক্ষেত রেল ব্রিজ সংলগ্ন একটি জঙ্গলে থাকা গাড়ি থেকে উদ্ধার গুলি বিদ্ধ রক্তাক্ত যুবক – যুবতী। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবতীর। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম ইউনূস মিয়া। বাড়ি কাকড়াবন। তার বুকে লাগে বুলেটের আঘাত। যুবতীর পরিচয় জানতে পারে নি পুলিশ। এই ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে সংশ্লিষ্ট অঞ্চলে।
গোমতী জেলার এসপি কিরণ কুমার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এবং গাড়ি থেকে গুলি বিদ্ধ অবস্থায় উদ্ধার করে যুবক- যুবতীকে। হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় যুবকের । যুবতীকে গাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গাড়ির সামনেই পাওয়া যায় একটি পিস্তল।
পুলিশ জরুরি তলবে ঘটনাস্থলে নিয়ে এসেছে ফরেনসিক টিমকে। তারা সংগ্রহ করে তথ্য। এসপি জানিয়েছেন, গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে স্কুল ব্যাগ। ধারণা করা হচ্ছে মেয়েটি স্কুল ছাত্রী। তাছাড়া কিছু ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
এটা কি আত্মহত্যা না কি তৃতীয় কোনো ব্যক্তি খুন করেছে? তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে, পুলিশ এখনো তা উন্মোচন করতে পারে নি। তবে পুলিশ শুরু করেছে তদন্ত।

