ডেস্ক রিপোর্টার ,২৬ নভেম্বর ।।
লিফটে আই জি এমের তিন স্বাস্থ্য কর্মী আটকে যাওয়া কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে ত্রিপুরা ডেন্টাল কলেজে। ঘটনা বুধবার দুপুরে। প্রায় দেড় ঘণ্টা কর্মীরা লিফটে আটকে থাকলেও কোনো ভ্রুক্ষেপ ছিলো হাসপাতাল কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত লিফটে আটকে থাকা স্বাস্থ্য কর্মীরা ১১২ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ – টিএসআর। তারাও চেস্টা করে ব্যর্থ হয়। শেষে লিফটের লোকজন এসে তিন স্বাস্থ্য কর্মীকে উদ্ধার করে। জানিয়েছেন পুলিশ কর্মী।উপস্থিত টি এস আর কর্মী জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য কর্মীদের লিফট থেকে উদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের সাহায্য করে নি। নিয়ম অনুযায়ী, হাসপাতালে থাকা লিফটের সঙ্গে অপারেটর থাকা বাধ্যতা মূলক। কিন্তু এক্ষেত্রে ডেন্টাল কলেজে দেখা যায় নি লিফটের কোনো অপারেটরকে।

