ডেস্ক রিপোর্টার,২৬ নভেম্বর।।
রাজ্য সফরে আসা কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম বুধবার ছুটে যান কুমারঘাট একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে। তাঁর সঙ্গে ছিলেন পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস ও রাজ্যে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী জুয়াল ওরাম গোটা স্কুল পরিদর্শন করেন। কথা বলেন ছাত্র – শিক্ষকদের সঙ্গে। একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলের ছাত্র – ছাত্রীরা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বরণ করেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম তাঁর ভাষণে একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলের গঠন প্রক্রিয়া তুলে ধরেন। এবং এই স্কুলের প্রশংসা করেন।
তাছাড়া বক্তব্য রাখেন মন্ত্রী বিকাশ দেববর্মা ও বিধায়ক ভগবান দাস। কুমারঘাটে একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলটি হওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে বিধায়ক ভগবান দাসের। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের জনজাতি ছাত্র – ছাত্রী তাদের নতুন ভবিষ্যত গড়ার ক্ষেত্রে খুবই উপকৃত হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

