রিপোর্টার,আগরতলা।।
কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে মিছিল ও সভা ঘিরে তপ্ত হয়ে উঠেছে ধর্মনগর। বুধবার সংযুক্ত কিষান মোর্চার মিছিলের উপর প্রাণঘাতী হামলা করে দুষ্কৃতীরা। আচমকা সভাস্থলে আসা দুষ্কৃতীরা লাল ঝান্ডা হাতে নিয়ে উপস্থিত বাম নেতা – কর্মীদের আক্রমণ করে।
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে আহত হয়েছেন সিআইটিইউর রাজ্য কমিটির সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ও সারা ভারত কৃষক সভার কার্যকরী কমিটির সদস্য রতন রায়।রতন রায়ের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে আগরতলায় আনা হচ্ছে।ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের কৃষক সভার নেতা পবিত্র কর। তিনি বলেন, পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে।
বামেদের অভিযোগ, পরিকল্পিত ভাবে বিজেপির দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে। হামলার ঘটনা কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছে ধর্মনগরের রাজনীতি।এদিন আগরতলা সহ রাজ্যের সব জায়গাতেই সংযুক্ত কিষান মোর্চা মিছিল ও সভা করে। প্রতিটি জায়গাতেই মিছিলে আসা লোকসংখ্যা ছিল চোঁখে পড়ার মতো।

