ডেস্ক রিপোর্টার, ২৭ নভেম্বর।।
শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত তিপ্রামথার জনসভায় শরিক দল বিজেপির নাম না করে তীব্র আক্রমণ করেছেন প্রদ্যুৎ কিশোর। তিনি বলেন, ” জাতীয় দলের কাছে আঞ্চলিক দল গুরুত্বহীন। গোটা দেশে এরকম বহু দৃষ্টান্ত আছে। আমরাও আশা করে জাতীয় দলের সঙ্গে হাত মিলিয়ে ছিলাম। কিন্তু কিছু পায় নি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত জনসভায় প্রদ্যুৎ কিশোর আত্ম প্রত্যয়ের সঙ্গে বলেন, এখন থেকে তিপ্রাসা একা নয়।তাদের সঙ্গে আছে গোটা উত্তর পূর্বাঞ্চল সহ দার্জিলিং। তাই এই রাজ্যের তিপ্রাসাদের ভয় পাওয়ার কিছু নেই। সাহস করে এগিয়ে যেতে হবে।
প্রদ্যুৎ কিশোর তার শরিক দল বিজেপির প্রতি ক্ষোভ করে বলেন, আগরতলায় কংগ্রেস, সিপিআইএম জনসভা করতে পারে। কিন্তু তিপ্রামথা জনসভা করতে পারে না। থানসা থাকলে সবাই ভয় পাবে।তখন মথাকে কেউ না করতপারবে না। এদিনের জনসভায় প্রদ্যুৎ কিশোর ঘুরিয়ে ফিরিয়ে তার বক্তব্যে তিপ্রাসাদের বঞ্চনার কথা তুলে ধরে, জনজাতিদের একতার উপর জোর দেন। সঙ্গে নাম না করে জাতীয় পার্টি ভাজপাকে আক্রমণ করেন।

