ডেস্ক রিপোর্টার,২৮ নভেম্বর।।
     শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত তিপ্রামথার জনসভায় জনজাতি যুব সমাজকে ফের মিথ্যা স্বপ্ন দেখলেন প্রদ্যুৎ কিশোর। তিনি কটাক্ষ করলেন সংবাদ মাধ্যমকে। প্রদ্যুৎ বলেন, কিছু কিছু মিডিয়া বলে থাকে গ্রেটার তিপ্রাল্যান্ড হবে না। কিন্তু প্রদ্যুতের এক দিন না এক দিন তিপ্রাসারা তাদের অধিকার ফিরে পাবে। হয় তো বা প্রদ্যুৎ তা দেখতে পারবেন না। তাঁর মৃত্যুর পর হলেও তিপ্রাসারা গ্রেটার তিপ্রাল্যান্ড পাবে।
প্রদ্যুৎ কিশোর জনজাতি যুব সমাজকে আরও তপ্ত করার জন্য হিন্দি সিনেমা ” সোলে”র গব্বর সিংয়ের ডায়ালগ দিয়ে বলেন, ” জো ঢড় গাইয়্যা, ও মর গাইয়্যা।” তাই যুব সমাজকে ভয় না পাওয়ার বড়ি দিয়েছেন প্রদ্যুৎ। তিনি বলেন, থানসা থাকলে ভয়ের কারণ নেই। গোটা জন জাতি যুব সমাজের পাশে আছেন প্রদ্যুৎ নিজেই।
    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রদ্যুৎ ফের জনজাতি যুব সমাজকে মিথ্যা স্বপ্ন দেখাতে শুরু করেছেন, শুধু মাত্র নিজের রাজনৈতিক লাভালাভের জন্য। কারণ প্রদ্যুতের গ্রেটার তিপ্রাল্যান্ড- র মানচিত্রে অসম, মিজোরাম সহ বাংলা দেশের অংশ রয়েছে। কোনো রাজ্য ত্রিপুরাকে সীমানা ছাড়বে না। নিজেদের জমি দেবে না বাংলাদেশ। তাহলে কিভাবে প্রদ্যুৎ কিশোর তাঁর গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বপ্ন বাস্তবায়িত করবেন? আসলে আসন্ন এডিসি নির্বাচনের বাজার ধরতেই প্রদ্যুৎ কিশোর মঞ্চস্থ করেছেন নাটক।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *