স্পোর্টস ডেস্ক,২৯ নভেম্বর।।
সাফল্য পেলো ত্রিপুরার অ্যাথলিটরা। দ্বিতীয় পূর্বোত্তোর প্যারা স্পোর্টস আসরে। শনিবার শেষ হয় আসর। আসরে ৯ স্বর্ণ সহ ২৯ টি পদক জয় করে রাজ্যের খেলোয়াররা। গুয়াহাটিতে অনুষ্ঠিত আসরে দাবা প্রতিযোগিতায় সেরার শিরোপা অর্জন করে ত্রিপুরার সঞ্জয় ধন ভৌমিক। এছাড়া ইন্দ্রজিৎ সরকার ওই ইভেন্টে রোব্য পদক জয় করেন। অ্যাটলেটিক্সে মোঃ আমজাদ হোসেন ১০০,২০০ এবং ৪০০ মিটার দৌড়ে প্রণো পদক জয় করেন। এছাড়া করিনা সিনহা ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক, রিয়া রক্ষিত ১০০ মিটার দৌড়ে স্বর্ণ, ২০০ মিটার দৌড়ে রৌপ্য , শটপাটে ব্রোঞ্জ, লব শীল ১০০ ও ২০০ মিটার দৌড়ে রূপ্য পদক, পুলক সিনহা ১০০ মিটার দৌড় ও শর্ট পাটে ব্রোঞ্জ পদক, সুশান্ত নম ডিসকাস থ্রো তে রৌপ্য পদক, ১০০ মিটার ও সটপটে ব্রোঞ্জ পদক, টুয়েলভ কুমার ত্রিপুরা ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক এবং সঞ্জয় ধন ভৌমিক ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জয় করেন। সাঁতারে সমীর বর্মন ফ্রিস্টাইল, বেক স্ট্রোক এ স্বর্ণ পদক, সুকেশ সরকার ফ্রিস্টাইল ও ব্যাক স্ট্রোকে রৌপ্য পদক, বিনিত রায় ফ্রি স্টাইলে স্বর্ণপদক, ব্যাক স্ট্রোকে দুটি রৌপ্য পদক, গৌরব দেববর্মা ব্যাক স্ট্রোকে রৌপ্য পদক, রাকেশ দেববর্মা ১০০ ও ৫০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণপদক এবং চার ইনটু ৫০ মিটার রিলেতে ত্রিপুরা স্বর্ণপদক জয় করে।

