গণ্ডাছড়া ডেস্ক, ২৯ নভেম্বর।।
বাংলাদেশ থেকে মাদক সামগ্রী নিয়ে ভারত ভূ – খণ্ডের ত্রিপুরায় প্রবেশের মুখে গ্রেফতার ছয় বাংলাদেশী। শনিবার ভোরে তাদেরকে গণ্ডাছড়ার
রইস্যাবাড়ী থানার শুকনাছড়ি সীমান্তে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো, প্রিয় চাকমা (১৮), বিজয় চাকমা (২২), সুজন চাকমা (১৮), কালা কাচু চাকমা (২১), রুবেল চাকমা (১৯) ও প্রাংলো চাকমা (১৮)। তাদের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়িতে।সীমান্তে কর্তব্যরত বিএসএফ তাদের আটক করে তুলে দেয় রইস্যাবাড়ী থানার পুলিশের কাছে। রবিবার তাদের গণ্ডাছড়া আদালতে সোপর্দ করা হবে। ধৃত বাংলাদেশীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুত মাদক দ্রব্য।
গোয়েন্দার খবর অনুযায়ী, রইস্যাবাড়ী সীমান্ত দিয়ে ধারাবাহিক ভাবে চালছে পাচার বাণিজ্য। এখানে বরাবর সক্রিয় চোরা চালানকারীরা। গরু, কাপড়, মাদক দ্রব্য পারাপার হয়ে থাকে রইস্যাবাড়ী থানা এলাকার বিভিন্ন সীমান্ত দিয়ে।
শুক্রবার রাতেও গণ্ডাছড়া মহকুমার রতন নগর সীমান্তের সিকেন্দার বিওপি সংলগ্ন এলাকা থেকে আটটি গরু আটক করে বিএসএফ। তবে রহস্য জনক ভাবে গরু পাচারকারীদের আটকাতে ব্যর্থ বিএসএফ।

