তেলিয়ামুড়া ডেস্ক, ২৯ নভেম্বর।।
চোর সন্দেহে গণধোলাই এক বিহারী যুবককে। ঘটনা শনিবার দুপুরে।তেলিয়ামুড়ার ইচারবিল ষোলঘরিয়া এলাকায়। স্থানীয় লোকজন সন্দেহ ভাজন বিহারী যুবককে উত্তম – মধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে।
বাসিন্দারা জানিয়েছেন, এদিন দুপুরে ষোলঘরিয়া গ্রামে চক্কর কাটতে থাকে এক যুবক। সে গ্রামের শিশুদের সঙ্গে কথাবার্তাও বলে। তবে তার কথায় ছিলো অসংলগ্নতা। এটা আঁচ করতে পেরে গ্রামের লোকজন তাকে ঘিরে ধরে। তাদের প্রশ্নের উত্তর না দিতে পারাতে শুরু হয় গণ ধোলাই। । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তাকে উদ্ধার করে নিয়ে যায়।

