ডেস্ক রিপোর্টার ,৩০ নভেম্বর।।
” বুবাগ্রা আমাদের তাদের সঙ্গে যাওয়ার জন্য আর্জি জানিয়েছেন। কিন্তু আমরা যায় নি। কারণ গত ২৭ নভেম্বর আস্তাবল মাঠে ওয়ান নর্থ ইস্ট, ওয়ান পার্টির অনুষ্ঠান ছিলো। অথচ দেখা গেলো গোটা মাঠে তিপ্রামথার পতাকা। এটা কিভাবে হয়? “— বলছেন সরকারের ছোট শরিক আইপিএফটির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রেমকুমার রিয়াং। রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে ঠিক এই ভাষায় প্রদ্যুৎ কিশোরের আর্জিকে কটাক্ষ করেছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেমকুমার রিয়াং বলেন, আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি কোনো দলের সঙ্গে জোট করবে কিনা? এই সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নি। সময় আসলেই চিত্র পরিষ্কার হবে।
প্রেম কুমার বলেন, আইপিএফটি এখনো অনড় তিপ্রাল্যান্ডের দাবিতে।সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন সময়ে রাজ্য থেকে ১০০ এবং ১৫০ জনের আইপিএফটি নেতা কর্মীরা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করবে দিল্লির যন্তর মন্তরে।
এদিন আইপিএফটি সাংবাদিক বৈঠকের আগে গঠন করে কার্যকরী কমিটি। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা বলেন, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি – মথা ও আইপিএফটি এক জোট হয়ে লড়াই করার প্রস্তাব দেওয়া হবে, অপর দুই শরিককে। এদিনের সাংবাদিক সম্মেলনে ঘুর পথে আইপিএফটি নেতৃত্ব ঘুরিয়ে ফিরিয়ে খুব স্মার্ট ভাবে আক্রমণ কোর তিপ্রামথা। তবে নেতাদের বক্তব্যে রাজনৈতিক পয়জনের পরিমাণ ছিলো খুব কম।

