ডেস্ক রিপোর্টার, ২ ডিসেম্বর।।
        কেন্দ্রীয় সরকারের চালু কড়া শ্রম কোড বাতিল করার ইস্যুতে রাস্তায় নামলো ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। শ্রম কোড বাতিল সহ নয় দফা দাবির ভিত্তিতে শ্রম দপ্তরে ডেপুটেশন দেয়।  সোমবার কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের হয়। এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চলে যায় শ্রম দপ্তরে। সেখানে তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শ্রম দপ্তরে ডেপুটেশন দেয়। দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে  দাবী সনদ পাঠানোর জন্য এই ডেপুটেশন।জানিয়েছেন, ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল ।
                 শ্রম কোডের ব্যাখ্যা দিয়ে শান্তনু পাল বলেন,  বর্তমান শ্রম কোডে গর্ভবতী মহিলাদের জন্য কোনো সুবিধা দেওয়া হয় নি। তাছাড়া এক সঙ্গে সরকার কর্তৃপক্ষ ইচ্ছা করলেই ৩০০ কর্মচারীকে বরখাস্ত করতে পারে। তাই এই শ্রম কোড কোনো ভাবেই শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *