পুলিশ গ্রেফতারের পর ধৃত মহিলা অনুনয় বিননয় শুরু করে। মহিলার দাবী, এই ঘটনা জানতে পারলে, তার বাবা স্বামীকে মেরে ফেলবে। তাহলে কি ঘটনার সঙ্গে মহিলার স্বামীও জড়িত? উঠছে এই প্রশ্ন। মহিলা জানিয়েছে, সে প্রথম বার শিলচর থেকে এনেছে এই ব্রাউন সুগার ।


ডেস্ক রিপোর্টার,৪ ডিসেম্বরে।।
          তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকায় ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মহিলা। তার বাড়ি খয়েরপুরে। ধৃত মহিলার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে সাত লক্ষ টাকার ব্রাউন সুগার। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। পুলিশ জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে মহিলা ব্রাউন সুগারের পাউস নিয়ে শিলচর থেকে এসেছিল তেলিয়ামুড়া রেল স্টেশনে। পুলিশ ধৃত মহিলার বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
       তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে জনিয়েছেন, এদিন প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ রেল স্টেশন চত্ত্বরে উৎ পেতে বসে। তাদের কাছে খবর ছিলো একজন মহিলা মাদক সামগ্রী নিয়ে আসবে রেল স্টেশনে। এই খবরের সত্যতা নিশ্চিত করতে পুলিশ রেল স্টেশন চত্ত্বরে তক্কে তক্কে নজর রাখে। এমন সময় সন্দেহ ভাজন মহিলাকে দেখতে পেয়ে পুলিশ তার ব্যাগে তল্লাশি শুরু করে। তখনই ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগারের চারটি পাউস। যার বাজার মূল্য সাত লক্ষ টাকা।

পুলিশ গ্রেফতারের পর ধৃত মহিলা অনুনয় বিননয় শুরু করে। মহিলার দাবী, এই ঘটনা জানতে পারলে, আমার বাবা স্বামীকে মেরে ফেলবে। তাহলে কি ঘটনার সঙ্গে মহিলার স্বামীও জড়িত? উঠছে এই প্রশ্ন। মহিলা জানিয়েছে, সে প্রথম বার শিলচর থেকে এনেছে এই ব্রাউন সুগার ।


এই ঘটনা থেকে আবারও স্পষ্ট, মাদক মাফিয়া মাদক সামগ্রিক পাচারের জন্য এখন মহিলাদের ব্যবহার করছে নিয়মিত। সুন্দরী গৃহবধূ ও যুবতীরা তাদের টার্গেট পয়েন্টে থাকে। এর আগেও আগরতলা রেল স্টেশন, তেলিয়ামুড়া রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সামগ্রী সহ মহিলাদের গ্রেফতার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *