স্পোর্টস ডেস্ক ,৪ ডিসেম্বর।।
   ঘোষিত হলো ত্রিপুরা দল। ঘরের মাঠে সন্তোষ ট্রফি ফুটবলে অংশগ্রহণ করার জন্য। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে সন্তোষ ট্রফি ফুটবল। ৭৯ তম এবারের আসরে ‘ ডি ‘ গ্রুপে রাখা হয়েছে রাজ্য দলকে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে মনিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড। উদ্বোধনী দিনে মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ মনিপুর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে ম্যাচটি। ১৭ ডিসেম্বর মিজোরাম এবং ১৯ ডিসেম্বর ত্রিপুরা খেলবে নাগাল্যান্ড এর বিরুদ্ধে। ওই আসরের অংশ নিতে ২০ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করা হয়েছে। রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব তপন সাহা ফুটবলারদের নাম ঘোষণা করেন। ঘোষিত দলে রয়েছেন বুদ্ধ দেববর্মা, সুরজিৎ জমাতিয়া, অনিকেত জমাতিয়া, সাবাত জমাতিয়া, আচাইফাং জামাতিয়া, রাজ চন্দ্র জমাতিয়া, আসিফ আলী মোল্লা, সুকান্ত জানা, বিট্টু জমাতিয়া, ভক্ত সাধন জমাতিয়া, লাল ভ্যাঙ্গা ডার্লং, ঢাকেশ্বরী সিং, শান্তজয় রিয়াং, শুভম দেববর্মা, জাবেদা ডার্লং, দেবাশীষ রাই, বিলাশ দেববর্মা, প্রীতম সরকার, অমিত জমাতিয়া এবং জন জমাতিয়া। স্ট্র‌্যান্ড বাই রাখা হয়েছে মনীষ দেববর্মা, বিশ্ব নারায়ণ জামাতিয়া, বিরু দেববর্মা এবং কাঁচাং জমাতিয়াকে। হেড কোচ: দীনেশ কুমার প্রধান, সহকারি কোচ: রূপক মজুমদার, অফিসিয়াল: অশ্বিনী ধনুক এবং ম্যানেজার: সুভাষ বসু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *