ডেস্ক রিপোর্টার,৬ ডিসেম্বর।।
রাশিয়ায় তৈরি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন, তা তৈরি করবে ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে শুক্রবার সে বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। মনে করা হচ্ছে, এর মাধ্যমে ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ভারতীয় সেনাদের একাংশের অভিযোগ ছিল যে, রাশিয়া থেকে আমদানি করা অস্ত্র রক্ষণাবেক্ষণ নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সেই অস্ত্রের তালিকায় রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্রও। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এ দেশে সেই প্রযুক্তি তৈরি হলে সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।
ভারত এবং রাশিয়া শুক্রবার একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ায় তৈরি অস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তি, স্পেয়ার পার্টসের প্রয়োজন, তা তৈরি হবে ভারতে। এই যৌথ উৎপাদনে উৎসাহ দিতে দুই দেশই সম্মত হয়েছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে সেগুলি ভারতে তৈরি হবে। ভারতে তৈরি এই প্রযুক্তি তৃতীয় বন্ধুদেশ রফতানি করার বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। আরও আধুনিক সামরিক প্রযুক্তি তৈরির বিষয়ে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

