ডেস্ক রিপোর্টার, ৬ ডিসেম্বর ।।
আসন্ন এডিসি নির্বাচনের প্রাক লগ্নে ফের সিমনা বড়কাঁঠালে বিরোধীদের জোর ধাক্কা দিলো বিজেপি। বিশেষ করে এডিসির শাসক দল তিপ্রামথাকে। সঙ্গে অবশ্যই সিপিআইএমকেও। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে বড় কাঁঠালে অনুষ্ঠিত হয় জনসভা। এই সভায় বিভিন্ন দল থেকে ১৩২ জন ভোটার বিজেপিতে যোগদান করেন।মুখ্যমন্ত্রী নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
জনসভায় মুখ্যমন্ত্রী নবাগতদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, ” ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতো পবিত্র। যারা এই দলে যোগ দেন,তাদের পাপ মোচন হয়। তারা চিরতরে শুদ্ধ হয়ে যায়।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে বরাবর সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে কেউ কেউ রাজনীতির ফায়দা নিয়েছে। এখনও তাই চলছে। তবে এটা আর চলবে না। তাদের সাবধান হওয়া উচিত। কারণ ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িকতার রাজনীতি করে না। সবাইকে নিয়ে চলার চেষ্টা করে।
বিজেপি গঙ্গা জলের মতো পবিত্র। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে দলের অন্দরেই চলছে সমালোচনা। কারণ প্রদেশ বিজেপির এক শ্রেণীর নেতা – কর্মী সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত। আছে তাদের নারী কেলেঙ্কারির ঘটনা। তাহলে ভারতীয় জনতা পার্টি কিভাবে গঙ্গা জলের মতো পবিত্র? উঠছে প্রশ্ন।

