কৈলাসহর ডেস্ক, ৯ ডিসেম্বর।।
         কৈলাসহরে বিভিন্ন দপ্তরের সরকারি কাজে চলছে মাফিয়ারাজ। তাতে গোটা শহর জুড়ে বাড়ছে আতঙ্ক। অবনতি হচ্ছে আইন – শৃঙ্খলা। এই মাফিয়ারাজ দমন করতে প্রতিবাদে সরব হয়েছে কৈলাসহর ব্লক যুব কংগ্রেস। মঙ্গলবার যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। এই মিছিলটি কৈলাসহরের কংগ্রেস ভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ ও পরিক্রমা করে। বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা পৃথক ভাবে সাত দফা দাবিতে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও কৈলাসহর থানার ওসি-র নিকট ডেপুটেশন প্রদান করে । বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা,ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বলেন, শাসক দল বিজেপির ছোট একটা অংশ ঠিকাদারি কাজ নিয়ে প্রতি নিয়ত ঝামেলা করছে। তাতে বিষিয়ে উঠছে কৈলাসহরের পরিবেশ। এর প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিল।
প্রসঙ্গত , সম্প্রতি কৈলাসহরে ঠিকাদারি কাজ অনেক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডিগোসিয়েশনকারীদের কাছে অসহায় পুলিশ প্রশাসন। বহুবার থানায় মামলা পাল্টা মামলাও হয়েছে। কিন্তু তারপরও পুলিশ পুরোপুরি ব্যর্থ। স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্থ কৈলাসহরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *