ডেস্ক রিপোর্টার ,৯ ডিসেম্বর।।
আবারো রাতের আধারে আসাম – আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়ার চাকমাঘাটে ভয়াবহ যান দুর্ঘটনা! সোমবার রাতে চাকমাঘাট মূল সড়কে রাস্তা অতিক্রমের সময় একটি দৈত্যাকৃতির ট্রিপারের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক পথচারী। তার নাম জন্মজিৎ রায়। বাড়ি পানিসাগরে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রিপার গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।রাতেই খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে।
জাতীয় সড়কে এই দুর্ঘটনার প্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলার রুজু করে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় জড়িত ট্রিপার গাড়িটিকে সনাক্ত করতে পারিনি পুলিশ।স্থানীয় লোকজনের বক্তব্য, রাত ঘনিয়ে আসতেই জাতীয় সড়কের চাকমাঘাটে ট্রিপার গাড়ির দৌরাত্ম বাড়ে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। তবে প্রশাসন আরেকটু সতর্ক থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

