স্পোর্টস ডেস্ক,১৮ ডিসেম্বর।।
কুলদীপ যাদবের গল্পটা আধুনিক ভারতীয় ক্রিকেটে একটু আলাদা, একটু নীরব কিন্তু ভীষণ গভীর। চায়নাম্যান স্পিনার হিসেবে তাঁর আবির্ভাব এমন এক সময়ে, যখন ব্যাটসম্যানরা স্পিনকে ভয় পাওয়া প্রায় ভুলেই গিয়েছিল। ভারতের ছোট শহর কানপুর থেকে উঠে আসা এই বাঁহাতি কব্জির জাদুকর প্রথম দিন থেকেই বোঝাননি তিনি কতটা বিপজ্জনক হতে পারেন। কিন্তু বল হাতে নিলে তাঁর চোখের আত্মবিশ্বাস আর কব্জির সূক্ষ্ম নড়াচড়া ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটকে বুঝিয়ে দেয়, কুলদীপ মানেই অপ্রত্যাশিত ভাঙন। গুগলি, ফ্লাইট আর টার্নের মিশেলে তিনি শুধু উইকেট নেন না, ব্যাটসম্যানের মানসিক দৃঢ়তাও ভেঙে দেন। ভারতের স্পিন ঐতিহ্যে কুলদীপ যেন পুরনো শিল্পের আধুনিক রূপ।
তবে কুলদীপের সবচেয়ে বড় শক্তি তাঁর কামব্যাকের মানসিকতা। ক্যারিয়ারের মাঝপথে কঠিন সময় এসেছে, ফর্ম হারিয়েছেন, আত্মবিশ্বাসে চিড় ধরেছে। অনেকেই ভেবেছিল তাঁর গল্প বুঝি এখানেই শেষ। কিন্তু কুলদীপ ফিরেছেন আরও পরিণত হয়ে, আরও বুদ্ধিদীপ্ত স্পিনার হিসেবে। এখন তিনি শুধু আক্রমণাত্মক নন, প্রয়োজন বুঝে ম্যাচ নিয়ন্ত্রণ করতেও জানেন। সাদা বল হোক বা লাল বল, গুরুত্বপূর্ণ মুহূর্তে কুলদীপ মানেই ভারতের জন্য এক নির্ভরতার নাম। বর্তমান সময়ের ভারতীয় বোলিং আক্রমণে তিনি শুধুই একজন স্পিনার নন, তিনি ম্যাচ ঘোরানোর এক নিঃশব্দ অস্ত্র, যার ঘূর্ণিতে লুকিয়ে থাকে জয়ের গল্প।
আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান অনুযায়ী, কুলদীপ ১৮৩ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫৫ উইকেটে।কুলদীপ একমাত্র ভারতীয় স্পিনার যিনি তিন ফরম্যাটে খেলতেই অভ্যস্ত। এবং তিন ফরম্যাট থেকেই এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। তিনি ভারতের ১ম স্পিনার এবং তৃতীয় বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।

