ডেস্ক রিপোর্টার, ১৯ ডিসেম্বর।।
              বাংলাদেশের  ভারত বিদ্রোহী নেতা ওসমান হাদি’র মৃত্যুর ঘটনা কেন্দ্র করে দিল্লিকে দোষীর কাঠ গড়ায় তুলেছে ওপারের কট্টর পন্থীরা। ওসমান হাদির মৃত্যুর পর থেকেই ফের বাংলাদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে সুর চাওড়া করছে ইউনূসের লোকজন। ওপারের কট্টরপন্থীরা ঘুম থেকে উঠেই ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালি না দিলে যেন, তাদের ভাত হজম হচ্ছে না।
          এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রেখে চলছে সীমান্ত ঘেঁষা ত্রিপুরা। সতর্ক রাজ্যের পুলিশ – গোয়েন্দা। সজাগ দৃষ্টিতে বিভিন্ন্ কেন্দ্রীয় এজেন্সিগুলি। রাজ্যের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড- র প্রধান।
       

।বিলোনিয়া সীমান্ত পরিদর্শনে ভারতীর সেনার ইস্টার্ন কমান্ড।


বাংলাদেশের এই পরিস্থিতিতে ত্রিপুরার প্রস্তুতি কেমন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানিয়েছেন, ” আমরা প্রস্তুত। নজর রাখছি ওপারের পরিস্থিতির উপর।কেন্দ্রের নির্দেশ মতোই কাজ করবো আমরা। পুলিশ সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী সতর্ক হয়ে গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলছে।”
         মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন, গোটা বিষয় নিয়ে চুপ করে বসে নেই ভারত সরকার। ত্রিপুরার উপর কোনো আঁচ লাগার পরিস্থিতি তৈরী হলে বাংলাদেশকে দেওয়া হবে সম পরিমাণ জবাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *