আশঙ্কা করা হচ্ছে, এই সমাবেশ থেকে ভারতীর হাই কমিশনেও হামলা করতে পারে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীর নেতৃত্বাধীন জঙ্গি সদস্যরা।

ডেস্ক রিপোর্টার, ১৯ ডিসেম্বর।।
       ঢাকার রাজপথে সমাবেশ করছে বাংলদেশের দুই জঙ্গি নেতা মুফতি জসিমউদ্দিন রহমানী ও মুফতি আতাউর রহমান বিক্রমপুরী। এরা দুইজনেই মৃত্যু দণ্ড প্রাপ্ত আসামী। ইউনূস ক্ষমতায় আসার পর এরা জেল থেকে বেরিয়ে আসে।জসিমউদ্দিন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। এবং মুফতি আতাউর হরকাত-উল-জিহাদের নেতা। তারা উভয়েই কট্টর ভারত বিরোধী শক্তি। শুক্রবার ঢাকার রাজপথে দাঁড়িয়ে জঙ্গি মুফতি জসিমউদ্দিন রহমানী ঘোষনা দিয়েছে, ” শনিবার খুন হওয়া নেতা শরীফ ওসমান হাদীর জানাজা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের  একত্রিত করা হবে। তারা একজোটে টার্গেট করবে বাংলাদেশে থাকা হিন্দুদের। গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দুদের বিভিন্ন ধর্মীয় স্থানের উপর হামলার ঘোষণা দিয়েছে।”
      আশঙ্কা করা হচ্ছে, এই সমাবেশ থেকে ভারতীর হাই কমিশনেও হামলা করতে পারে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানীর নেতৃত্বাধীন জঙ্গি সদস্যরা।
         জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা মূলত জামাত উল মুজাহিদীন (জেএমবি) হয়ে কাজ করে থাকে। তারা বহুবার ভারতে নাশকতা মূলক কার্যকলাপ করেছে। প্রসঙ্গত,মুফতি জসিমউদ্দিন রহমানী জেল থেকে ছাড়া পেয়েই প্রথমে ভারতের বিরুদ্ধে বিষ উগলে দিয়েছিল। জঙ্গি জসিমউদ্দিনই প্রথম ভারতের সেভেন সিস্টার্স দখলের হুমকি সহ চিকেন নেকে আক্রমণের ঘোষণা দিয়েছিল। এরপর থেকেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন সেনা অফিসার সহ নেতা ও সাধারন মানুষ সেভেন সিস্টার্স দখলের স্লোগান শুরু করেছিল। এই বিষয়ে শেষ বিতর্ক উস্কে দিয়েছিল খোদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মো: ইউনূস।
              


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *